বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান অন্তঃকক্ষ ক্রীড়া পরিষদের আহ্বায়ক ও মহাব্যবস্থাপক জনসংযোগ জনাব শাকিল মেরাজ।
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, বিবিপি, এনডিইউ, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এছাড়া এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বিশেষ অতিথি এবং বিমান ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ও পরিচালক প্রশাসন মো. বেলায়েত হোসেন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন পরিদপ্তর ও স্টেশন হতে দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, কন্ট্রাক্ট ব্রিজ ও টেবিল টেনিস ইভেন্টে মোট ১০টি ক্যাটাগরিতে প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিমানের গৌরবজ্জ্বল ইতিহাস রয়েছে। এ সময় তিনি গৌরবময় ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুনভাবে দেশে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে দল গঠন ও পৃষ্ঠপোষকতা দানের আশাবাদ ব্যক্ত করেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, বিমানের সেবার মানোন্নয়নে কর্মীদের মধ্যে টিমে কাজ করার মানসিকতা খুবই জরুরি। এছাড়া এ ধরণের ক্রীড়ার আয়োজন কর্মীদের মধ্যে টিম বিল্ডআপে সহায়তা করবে বলেও মত দেন তিনি।
বাংলাদেশ সময়: ২৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/এমএমকে