বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
সাহিদা কুমিল্লার লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুল মন্নান ওরফে মনু চেয়ারম্যানের মেয়ে।
সাহিদার চাচা আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বারিধারা ক্যামব্রিয়ান কলেজের এমবিএ’র শিক্ষার্থী ছিলেন ও দিলকুশা শাখার যমুনা ব্যাংকে চাকরি করতেন সাহিদা।
সন্ধ্যায় সাহিদা বারিধারা থেকে মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে মেরুল বাড্ডায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সাহিদা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে বাড্ডাস্থ এশিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
এজি/এমএমকে