ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাতের ভোলায় নান্দনিক সৌন্দর্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
রাতের ভোলায় নান্দনিক সৌন্দর্য এখানে রয়েছে ঝর্না ও ফুলের বাগান। ছবি: বাংলানিউজ

একপাশে ঝর্না, অন্যপাশে পুকুর। বাহারি ফুলের সারি, পুকুরে বকের জুটি আর রংবেরং আলোকসজ্জা। চারিদিকে দৃষ্টিনন্দন মুগ্ধতার অনুভূতি। এ চিত্র এখন ভোলা শহরের। রাতের ভোলার এক নান্দনিক চিত্র দেখতে পাচ্ছেন শহরবাসী।

প্রতিদিন এ সৌন্দয্য দেখতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা। বিনোদন খুঁজে পাচ্ছে  শিশু কিশোররাও।

ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুন বাজারে পৌরসভা পুকুর পাড় ও জেলা পরিষদ চত্বরে এ নান্দনিক সৌন্দর্য চোখে পড়বে।

এখানে রয়েছে ঝর্না ও ফুলের বাগান। মাঝে হাঁটাচলা ও বসার স্থান।

অন্যদিকে পুকুর পাড়ে বকের সাড়ি আর বাহারি আলোকসজ্জা মন কাড়ে পর্যটকদের।

তবে দিনের তুলনায় রাতের চিত্র অনেক সুন্দর বলে জানান আগত নারী-পুরুষরা।

পৌরবাসিন্দারা  জানান, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির শহরকে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলার লক্ষে সুন্দর করে তুলছেন শহরকে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ,  ইলিশ ফোয়ারা, যোগীরঘোল ফোয়ারা, টাউন স্কুল খেলার মাঠ এবং সরকারি বালিকা বিদ্যালয়ের জলপ্রপাত নজড় কাড়ে।   এসব স্থানে বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের উপচে পড়া ভীড় জমে।

এখানে রয়েছে ঝর্না ও ফুলের বাগান।  ছবি: বাংলানিউজ

একটু বিনোদনের আশায় ছুটে আসেন নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সের এবং নানান শ্রেনীপেশার মানুষ। কেউ কেউ আবার এসব সৌন্দর্য্য ক্যামেরাবন্দি করেন।

নজড়কাড়া সৌন্দর্য্যের টানে ছুটে আসা মানুষের উপস্তিতি রাতের ভোলাকে আরো বেশী আর্কষনীয় করে তুলেছে।

বাংলাদেশ সময় ০১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।