তিনি জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় ফিলিং ষ্টেশনের সামনে কুমিল্লা থেকে চট্টগ্রাম মুখি যাত্রীবাহী বাসটিতে (চট্ট মেট্টো ব ১১-০৫৫০) তল্লাশি চালানো হয়। এ সময় বাসের কেরিয়ারে রাখা দুটি ব্যাগের একটিতে ৭ কেজি এবং অন্য একটি ব্যাগ থেকে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা আক্তার (৪২) এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের সুনিল চন্দ্র নাথের পুত্র রাখাল চন্দ্র নাথ (৪০)।
উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময় ০১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এমএমকে