ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলায় থানায় জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলায় থানায় জিডি সিলেটে দুদক কর্মকর্তাদের ওপর হামলায় থানায় জিডি- ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট দুদক কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে দুদক সিলেটের আঞ্চলিক পরিচালক শিরিন পারভীন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডি’র বরাত দিয়ে ওসি বলেন, সিলেট জেলা প্রশাসন কার্যালয়ে ঘুষের টাকাসহ আসামি ধরতে গেলে কর্মচারীদের হাতে আক্রান্ত হন তারা। এ সময় কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভবনের নিচে নামিয়ে আনেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও তাদের কোনো ভূমিকা ছিল না। যে কারণে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় দুদকের তিন সদস্য আহত হয়েছেন বলেও জিডি’তে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় তলায় ৩০৭ নম্বর কক্ষে ব্যবসা শাখার অফিস সহকারী আব্দুল আজিজকে নগদ দশ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে দুদক সিলেটের আঞ্চলিক পরিচালক শিরিন পারভীনের নেতৃত্বাধীন একটি দল।

ঘটনাটি নিষ্পত্তির জন্য তাৎক্ষণিক দুদক কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় অভিযুক্ত আব্দুল আজিজকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জেলা প্রশাসনের কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে দুদক কর্মকর্তাদের নির্যাতন করেন এবং তাদের অবরুদ্ধ করে রাখেন।

জেলা প্রশাসনের কর্মচারীরা অভিযুক্ত আব্দুল আজিজকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ করেন দুদক কর্মকর্তার‍া।

পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশি প্রহরায় বেরিয়ে থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন দুদকের এই কর্মকর্তা।

এ ব্যাপারে একাধিকবার যোগাযোগ করা হলোও সিলেটের জেলা প্রশাসক মোবাইল ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনইউ/জিপি/বিএস

** সিলেটে ডিসি অফিসে দুদক কর্মকর্তাদের ওপর হামলা!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।