মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজলার মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে একটি ফলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টারপর আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর (ওয়ার হাউস) মটু বিশ্বাস বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।