ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু শনিবার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
খুলনা মহানগরীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু শনিবার

খুলনা: খুলনা মহানগরীর বিভিন্ন থানার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শনিবার (১১ ফেব্রুয়ারি) শুরু হবে; যা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দফতরে ওইদিন সকাল ১০টা থেকে খালিশপুর ও খানজাহান আলী থানা, ১২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানা এবং ১৪ ও ১৫ ফেব্রুয়ারি খুলনা সদর ও দৌলতপুর থানার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে।

এ সময় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সবরকম মূল সনদসহ নিয়ম অনুযায়ী তিনজন সাক্ষী উপস্থিত করতে হবে।

প্রকৃত মুক্তিযোদ্ধার বিপক্ষে এবং অমুক্তিযোদ্ধার পক্ষে মিথ্যা সাক্ষ্য দিলে সাক্ষ্যদাতার এক থেকে তিন বছর পর্যন্ত ভাতা বন্ধ ও সনদ স্থগিত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে।

খুলনা মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।