খুলনার অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দফতরে ওইদিন সকাল ১০টা থেকে খালিশপুর ও খানজাহান আলী থানা, ১২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানা এবং ১৪ ও ১৫ ফেব্রুয়ারি খুলনা সদর ও দৌলতপুর থানার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই করা হবে।
এ সময় প্রকৃত মুক্তিযোদ্ধাদের সবরকম মূল সনদসহ নিয়ম অনুযায়ী তিনজন সাক্ষী উপস্থিত করতে হবে।
খুলনা মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এমআরএম/আইএ