বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে শিমরাইল মোড় থেকে চাঁদাবাজির সময় নূর হোসেনের ভাতিজা সোহেল বাহিনীর তিন সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে সন্ধ্যায় নূর হোসেনের ভাই-ভাতিজাসহ পাঁচজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।
তিন আসামি হলেন- ইউনুস (৩০), মনির হোসেন (২৯) ও খোরশেদ আলম (৩২)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চাঁদা আদায়ের এক হাজার ৬শ’ টাকা জব্দ করেন।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত ১৭টি জেলার পরিবহন ও নারায়ণগঞ্জ শিমরাইল, যাত্রাবাড়ী শিমরাইল, সোনারগাঁও শিমরাইলে চলাচলরত লেগুনা পরিবহন থেকে নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও ভাতিজা চিহ্নিত সন্ত্রাসী সোহেল তাদের বাহিনী দিয়ে জোর করে চাঁদা আদায় করেন।
চাঁদাবাজির ঘটনায় বিভিন্ন পরিবহন মালিকরা লিখিত অভিযোগ করেন সিদ্ধিরগঞ্জ থানায়। পরে বৃহস্পতিবার সকাল থেকে শিমরাইল মোড়ে পরিবহন চাঁদাবাজদের ওপর নজর রাখে পুলিশ।
দুপুরে যাত্রাবাড়ী-শিমরাইলে চলাচলরত লেগুনা থেকে চাঁদা আদায়কালে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম চাঁদার টাকাসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
এ সময় আটকরা বলেন, নূর হোসেনের ভাই নূর উদ্দিন ও ভাতিজা সোহেলের নির্দেশে পরিবহন থেকে চাঁদা আদায় করে এবং তারা তাদের বেতনভুক্ত কর্মচারী বলে পুলিশের কাছে স্বীকার করে বলেও জানায় পুলিশ।
এসআই ওমর ফারুক বাংলানিউজকে বলেন, আটক হওয়া ৩ জনসহ ৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৭
জিপি/বিএস