শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্ত এ ঘটনা ঘটে।
নিহত টুলু মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ার চরের বাসিন্দা।
বিজিবি ও স্থানীয়রা জানান, টুলু মিয়া ও সিফাত আলীসহ কয়েকজন বাংলাদেশি ছাট কড়াইবাড়ী সীমান্তে গরু আনতে যান। এসময় বিএসএফ-৫৭ ব্যাটলিয়নের বদলীগাও ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে টুলু মিয়া ঘটনাস্থলেই নিহত ও সিফাত আহত হন।
জামালপুরস্থ ৩৫ বিজিবির পরিচালক লে.কর্নেল মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে আহত সিফাত গোপনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকালে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ’র কাছে চিঠি দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি