ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে টুলু মিয়া (৬৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় সিফাত আলী (৩৫) নামে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্ত এ ঘটনা ঘটে।

নিহত টুলু মিয়া উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুর্ব কাউয়ার চরের বাসিন্দা।

আহত সিফাত আলী উপজেলার ছাট কড়াইবাড়ী গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয়রা জানান, টুলু মিয়া ও সিফাত আলীসহ কয়েকজন বাংলাদেশি ছাট কড়াইবাড়ী সীমান্তে গরু আনতে যান। এসময় বিএসএফ-৫৭ ব্যাটলিয়নের বদলীগাও ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে টুলু মিয়া ঘটনাস্থলেই নিহত ও সিফাত আহত হন।

জামালপুরস্থ ৩৫ বিজিবির পরিচালক লে.কর্নেল মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, বর্তমানে আহত সিফাত গোপনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকালে পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ’র কাছে চিঠি দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।