ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় দুষ্কৃতিকারীদের হামালায় ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
নেত্রকোনায় দুষ্কৃতিকারীদের হামালায় ফায়ার সার্ভিসের ৩ কর্মী আহত

নেত্রকোনা: নেত্রকোনায় আগুন নেভাতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামালায় ফায়‍ার সার্ভিসের তিন কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গাড়ি চালক আব্দুল লতিফ খান, ফায়ার ম্যান মো. রফিকুল ইসলাম ও ওয়ার হাউজ ইন্সপেক্টর নির্মল চন্দ্র সরকার।

জানা যায়, নেত্রকোনা শহরের পূর্ব কাটলি এলাকার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। এসময় কয়েকজন দুষ্কৃতিকারী ফায়ার সার্ভিস কর্মীদের ওপর হামলা করে। এতে ফায়ার সার্ভিসের তিন কর্মী আহত হন। এসময় অন্য কর্মীরা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

লিডার উত্তম কুমার সরকার বাংলানিউজকে জানান, রাত ৩টার দিকে পূর্ব কাটলি এলাকায় আনোয়ার হোসেনের মুদির দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আনুমানিক ৫০ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।