ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুঘিয়া বাজারে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ওয়াহেদ মিয়া (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার নেত্রকোনা-আটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওয়াহেদ মিয়া আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে।

আহতরা হলেন- আটপাড়া উপজেলার বিচরাকান্দা গ্রামের শহর আলীর ছেলে হবি মিয়া (৫০), আব্দুল জব্বারের ছেলে পল্টন মিয়া (৩০), রূপচন্দ্রপুর গ্রামের আলী উসমানের ছেলে মোসলেম উদ্দিন (৩৬) ও সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৩), রূপচন্দ্রপুর গ্রামের সিদ্দিকের ছেলে আল আমিন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত সেবিকা স্বপ্না আক্তার বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় পাঁচজনের মধ্যে চারজনকে মুমুর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হযেছে।

নেত্রকোনা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্ণেন্দু দেব বাংলানিউজকে জানান, এ ঘটনার পর ট্রাকটিকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।