ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ছয় বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ছয় বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর): অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারীসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল-পুটখালী সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার কাজিপাড়া গ্রামের প্রেমচাঁদ মৃধার ছেলে পবিত্র কুমার মৃধা (৫৫), তার স্ত্রী সবিতা রানী (৪৫), রায় মোহনের স্ত্রী কাঞ্চন মালো (৪০), নিকুঞ্জের স্ত্রী দীপা রানী (২৫), নিতাই মজুমদারের ছেলে উত্তম মজুমদার (৩০) ও মাদারীপুরের রাজৈর থানার নিরোধ রায়ের ছেলে নিখিল রায় (৩৫)।

বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আটককৃতরা প্রত্যেককে ভারতের বোম্বায় শহরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রায়ারি ১০, ২০১৭
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।