শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে পোরশা উপজেলার বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রোমান বিষ্ণুপুর গ্রামের মো. দুরুল হুদার ছেলে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসাদ্দেরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিষ্ণুপুর গ্রামের রোমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ছয় রাউন্ড গুলি, দুই রাউন্ড ম্যাগাজিনসহ রোমানকে আটক করা হয়।
এ বিষয়ে পোরশা থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এনটি