শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে শত শত শিক্ষার্থীর অংশগ্রহণে র্যালির মধ্য দিয়ে শুরু হয়েছে এ বিতর্ক উৎসব। দু’দিনব্যাপী এ উৎসবের আয়োজক বাংলাদেশ বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফবিডি)’।
র্যালিতে অংশ নিতে সকাল থেকেই শিশু একাডেমির প্রাঙ্গণে জমায়েত হতে থাকে সরকারি বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যমের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এরপর সেখান থেকে বের করা হয় র্যালি। র্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে ঘুরে আবারও শিশু একাডেমির প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে জাতীয় সংগীতের মধ্যদিয়ে একাডেমির অডিটোরিয়ামে শুরু হয় বিতর্ক কর্মশালা। কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশের বিতর্ক শিল্পের কিংবদন্তি ও বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল।
বিতর্ক কর্মশালায় উপস্থিত আছেন- অনুষ্ঠানে উপস্থিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও এনডিএফ’র চেয়ারম্যান এ কে এম শোয়েব।
১০ম বারের মতো বিতর্ক উৎসবে দিনব্যাপী থাকছে পেশাজীবী বিতর্ক, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয়, প্লানচ্যাট, ওয়ার্ল্ড ফরম্যাট, রম্য বিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদানসহ নানা আয়োজন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জেডএফ/জিপি/এইচএ
** টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিতার্কিকরা শিশু একাডেমিতে
** কথার পিঠে কথার যুদ্ধ শিশু একাডেমিতে