শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। সাঈদ ঢাকার কেরানীগঞ্জ এলাকার সামসুদ্দিনের ছেলে।
বিজিবির বেনাপোল চেকপোস্টের আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, ভারত থেকে ফেরার পর সন্দেহের ভিত্তিতে সাঈদের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে এক কেজি রুপার দানা উদ্ধার করা হয়।
সাঈদের বিরুদ্ধে চোরাচালান মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজেডএইচ/এজি/এইচএ/