ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে মদসহ ২ ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জামালপুরে মদসহ ২ ইউপি সদস্য আটক

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে মদসহ দুই ইউপি সদস্য ও ইসলামপুর ডিগ্রি কলেজের এক পিয়নকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সারমারা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইসলামপুর উপজেলার গাইবান্দা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আফসার আলী ও পিয়ন সামেদ মিয়া।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সারমারা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক সেবন অবস্থায় তাদের ৩ বোতল ভারতীয় মদসহ আটক করা হয়।

এ ব্যপারে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।