ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাপিয়ে দেয়ার সংস্কৃতি মেধা-যুক্তিতে বদলের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
চাপিয়ে দেয়ার সংস্কৃতি মেধা-যুক্তিতে বদলের আহ্বান সম্মাননা গ্রহণ করছেন অ্যাডভোকেট সুলতানা কামাল। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নতুন প্রজন্মদের বিতার্কিকদের উদ্দেশ্য করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, দেশের সব মহলে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি চলছে। নতুনরা তাদের মেধা-যুক্তির মধ্য দিয়ে এই চাপিয়ে দেওয়ার চর্চা পরিবর্তন করবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের (এনডিএফবিডি) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর তিনি এ কথা বলেন।  

দুই দিনব্যাপী ১০ম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে দেশের ৬৪ জেলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ২ হাজার বিতার্কিক অংশ নিয়েছেন।

সুলতানা কামাল বলেন,  আমি মানুষের অধিকারের জন্য কাজ করি। আমাকে যারা সম্মান করেছেন, তারা মানুষকে সম্মান দিলেন। এ সম্মানানার মধ্য দিয়ে আমি নতুন করে উজ্জীবিত হলাম।

টিআইবির এ চেয়ারম্যান বিতার্কিকদের উদ্দেশে বলেন, অন্যের মতামত শুনে নিজের মতামতকে উপস্থাপন করে এরপর যুক্তির মাধ্যমে পরের বক্তব্য খণ্ডিত করে সবাই মিলে একটি সঠিক সিদ্ধান্তে পৌঁছানোই আমাদের লক্ষ্য।

নতুনদের প্রতি আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দেশের সব মহলেই  এখন চলছে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি। নতুনরা তাদের মেধা যুক্তির মধ্য দিয়ে এই চাপিয়ে দেওয়ার চর্চা পরিবর্তন করবে।

এসময় সুলতানা কামাল নতুন প্রজন্মের প্রতি গণতান্ত্রিক চর্চার আহ্বান জানান।

বক্তৃতা করছেন অ্যাডভোকেট সুলতানা কামাল।  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম১৯৯৩ সালে নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করে তিনি বলেন, ম্যান্ডেলা আমার হাত ধরে বলেছিলেন, ‘আপনি সেই দেশ থেকে এসেছেন যে দেশ মুক্তির জন্য যুদ্ধ করেছে’। তোমাদেরও মনে রাখতে হবে তোমরা সেই দেশের সন্তান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, আজকের প্রজন্ম পরীক্ষা, এ প্লাস আর প্রাইভেট টিউটরের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। কিন্তু শুধু এসবই জীবন নয়। নিজেকে বিকশিত করতে এ ধরনের বিতর্ক আয়োজন নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠানে এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েবকে ‘ভয়েস অব ডিবেটর’ ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত অন্য অতিথিদেরও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

শুক্র ও শনিবারব্যাপী এ উৎসবে থাকছে পেশাজীবী বিতর্ক, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয়, প্লানচ্যাট, ওয়ার্ল্ড ফরম্যাট, রম্য বিতর্কসহ বিভিন্ন মডেলের বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদানসহ নানা আয়োজন।

এতে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, লোটালের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন, এনডিএফবিডির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
জেডএফ/এইচএ/

আরও পড়ুন
** যুক্তি যুদ্ধে মুক্তির র‌্যালি
** টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিতার্কিকরা শিশু একাডেমিতে
** কথার পিঠে কথার যুদ্ধ শিশু একাডেমিতে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।