শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নেত্রকোনা-আটপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওয়াহেদ মিয়া (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোসলেম উদ্দিন (৩৬) নামে অপর একজনের মৃত্যু হয়। মোসলেম রূপচন্দ্রপুর গ্রামের আলী উসমানের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন- আটপাড়া উপজেলার বিচরাকান্দা গ্রামের হবি মিয়া (৫০), আব্দুল জব্বারের ছেলে পল্টন মিয়া (৩০), সদর উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৩) ও রূপচন্দ্রপুর গ্রামের সিদ্দিকের ছেলে আল আমিন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সেবিকা স্বপ্না আক্তার বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় আহতদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুর্ণেন্দু দেব বাংলানিউজকে জানান, এ ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।
** নেত্রকোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি/টিআই