শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
শাহিদার রহমান সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের বাসিন্দা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বাংলানিউজকে জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মা-সুফিয়া পরিবহনের একটি বাস তুলসীঘাট এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটো ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ যাত্রীরা ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে শাহিদারের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এজি