ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে পিকনিকের বাস খাদে পড়ে আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
যশোরে পিকনিকের বাস খাদে পড়ে আহত ২০

যশোর: যশোরে পার্বতীপুর কলকাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পিকনিক বাস খাদে পড়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে বাসটি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা থেকে নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের উদ্দেশে রওনা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে বাসটি যশোর-নড়াইল সড়কের বাউলিয়ার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ কমপক্ষে ২০ জন আহত হন।

যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
ইউজি/এজি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।