শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নে সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৭ এর কাছে নোম্যানস ল্যান্ডে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৫ ব্যাটালিয়নের দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার হাসান মিয়া।
বিজিবির দাঁতভাঙা কোম্পানি কমান্ডার সুবেদার হাসান মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে এ হত্যাকাণ্ডের ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়। তবে বিএসএফ ঘটনাটি অস্বীকার করেছে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার ভোরে ভারত থেকে গরু আনতে গেলে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬ এর কাছে ছাটকাড়াইবাড়ী এলাকায় পৌঁছালে ভারতের গুটালিগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েকটি গ্রেনেডে ছুড়লে ঘটনাস্থলেই তুলু নিহত হন। এ সময় ধর্মপুর গ্রামের মৃত মজারত আলীর ছেলে সিফাত আলী নামের অপর এক গরু ব্যবসায়ী আহত হন।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/এএ