সম্মেলন শুরুর আগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) প্রদেশের মুখ্যমন্ত্রী নারা চন্দ্রবাবু নাইডু তাজ স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গ্রেটওয়ে হোটেল কক্ষে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ভারতের বর্তমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের বিষয় স্মরণ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দু’দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্পিকার বলেন, ভারতের ‘ন্যাশনাল উইমেন’স পার্লামেন্টের’ এ উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও নারীর সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। তিনি এ বিষয়ে রাজনৈতিক সদিচ্ছার ওপরও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আইএ