ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোসাইরহাটে ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
গোসাইরহাটে ছেলের হাতে বাবা খুন

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় পারিবারিক কলহের জের ধরে পাষণ্ড ছেলের হাতে বাবা ওয়ারেছ খান (৬০) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে দবির খানকে (২৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চোট কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, স্ত্রী মারা যাওয়ার পর প্রায় ছয় বছর ধরে ছেলে দবিরকে নিয়ে ছোট কালিনগর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন ওয়ারেছ।

দু’জন ছাড়া বাড়িতে আর কেউ থাকতেন না। তাদের বাড়ির আশপাশে আর কোনও বাড়ি-ঘরও নেই।

ওসি আরও জানান, পারিবারিক কলহের ধরে এ হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা দবিরকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘাতক দবিরকে আটক করে থানায় নিয়ে আস‍া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।