ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
রাজশাহীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহী থেকে সুফিয়া খাতুন নিলা (২১) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিরোইল কলোনির এক নম্বর গলির ফটিক হাজির বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর মরদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মহানগরীর বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, আটকের পর নিহতের স্বামী নাসির উদ্দীন জানান, সকালে সুফিয়া তাকে নিয়ে বাবার বড়িতে যেতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এ সময় তাকে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরকে ফোন দেন। তখন চার বছরের শিশু সন্তান নুসরাত জাহান নাফিয়া ঘরে ঘুমিয়ে ছিলো।

এ ঘটনায় স্ত্রীর নিলার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে নিলা রাগ করে বেরিয়ে রান্নাঘরে চলে যান। অনেকক্ষণ হয়ে গেলেও তার কোনো সাড়াশব্দ না পেয়ে রান্নাঘরে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। এ সময় রান্নাঘরের দরজা ভেঙে দেখেন ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছেন তার স্ত্রী।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির উদ্দিন আরও জানান, তারা স্বামী-স্ত্রী চারঘাটের স্থায়ী বাসিন্দা। তিনবছর আগে তারা শিরোইল কলোনির এ বাড়িতে ভাড়া আসেন। আর তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। তার স্ত্রী নিলা চারমাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এসআই আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
এসএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।