ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় জাটকাসহ ট্রলার জব্দ, আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
পাথরঘাটায় জাটকাসহ ট্রলার জব্দ, আটক ১

পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা বিষখালী নদীর মোহনার লালদিয়া থেকে ৬০ কেজি জাটকাসহ ট্রলার আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জাটকা ধরার অভিযোগে একজন জেলেকেও আটক করা হয়। আটক শাহ আলম ডাকুয়া (৪০) পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের মো. আব্দুর রসিদ ডাকুয়ার ছেলে।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষখালীর লালদিয়া থেকে জাটকা মাছ ধরে ট্রলারে পাথরঘাটা এলাকায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করে। আটক করে জেলে শাহ আলমকে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।