শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জাটকা ধরার অভিযোগে একজন জেলেকেও আটক করা হয়। আটক শাহ আলম ডাকুয়া (৪০) পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা গ্রামের মো. আব্দুর রসিদ ডাকুয়ার ছেলে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষখালীর লালদিয়া থেকে জাটকা মাছ ধরে ট্রলারে পাথরঘাটা এলাকায় আসছে- এমন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করে। আটক করে জেলে শাহ আলমকে।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আরআইএস/এএ