ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের অর্থদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
সৈয়দপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের অর্থদণ্ড

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে কলেজ ছাত্রীকে ইভটিজিং করার দায়ে দুই যুবকের অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই রায় দেন।

সৈয়দপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে শাহ আলম (১৯) ও একই এলাকার বাবুল মন্ডলের ছেলে আব্দুর রহমান (২০) কলেজ যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায় উত্যক্ত করতো।

বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করলে ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকের ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ হবে না বলে মুচলেকা নেন।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।