উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই রায় দেন।
সৈয়দপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের দক্ষিণ নিয়ামতপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে শাহ আলম (১৯) ও একই এলাকার বাবুল মন্ডলের ছেলে আব্দুর রহমান (২০) কলেজ যাতায়াতের পথে ওই ছাত্রীকে প্রায় উত্যক্ত করতো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকের ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ হবে না বলে মুচলেকা নেন।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৭
আইএ