শনিবার (১১ ফেব্রুয়ারি) শাহ আরফিন টিলার উত্তরটিলা নামের স্থানে আব্দুল কাদির ও আব্দুল করিমের মালিকানাধীন কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শ্রমিক হতাহত হয়।
ঘটনার পরপরই প্রত্যাহার করা হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েস আলমকে। সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে আরফিন টিলার পাথর কোয়ারিতে এবারের ধসেও তিনজন মারা গেছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। তবে পুলিশের তরফে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন।
তিনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার আসলামুজ্জামান ও উপ পরিদর্শক (এসআই) আরিফ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ও আবুল হোসেন বাংলানিউজকে বলেন, ওই কোয়ারিতে ৬/৭ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় ৩ জন মাটি চাপা পড়ে মারা যান। বাকিরা আহত হয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জের আরফিন টিলার আঞ্জু মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলনের গর্তে নামেন ১৩ শ্রমিক। তাদের মধ্যে মাটি চাপায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। তবে শেষ পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এনইউ/আরআই