ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আগরতলায় শুরু হলো বইমেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আগরতলায় শুরু হলো বইমেলা আগরতলায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় শুরু হলো ৩৫তম বইমেলা। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ভানু লাল সাহা, বাংলাদেশের বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী আবুল মোমেন, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব এম এল দে প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী আবুল মোমেনের হাতে স্মারক তুলে দেন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বইমেলার স্মারক গ্রন্থের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এ সময় ত্রিপুরা সরকারের ম্যাগাজিন গোমতী’র বইমেলা সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ও বুদ্ধিজীবী আবুল মোমেন।

রাজধানীর উমাকান্ত একাডেমি মাঠে আয়োজিত এ বইমেলায় ত্রিপুরা, গৌহাটি, কলকাতা, দিল্লির মোট ২শ’২১টি স্টল রয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। মেলার প্রথমদিন সন্ধ্যায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো সামান্য।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসসিএন/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।