সিটি করপোরেশন এলাকার জয়েরটেকের ইসমাইল হোসেনের মালিকানাধীন মের্সাস ইসমাইল অ্যান্ড কোং এবং নাজিম উদ্দিনের মালিকানাধীন মের্সাস এমএইচবি ব্রিকস নামে ইটভাটা দু’টি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফের চালু দেখা যায়।
গত বুধবার (৮ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক মেহেদী ইমামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই ইটভাটা দু’টি ভেঙে বন্ধ করে দেন।
পরে ইটভাটা দু’টির মালিক-প্রতিনিধিরা অবৈধভাবে ইটভাটা পরিচালনা করবেন না বলে পরিবেশ অধিদপ্তরের কাছে অঙ্গীকার করেন। কিন্তু দু’দিনের মাথায় ইটভাটা দু’টিতে আবার কার্যক্রম দেখা যায়।
যদিও যোগাযোগ করলে মের্সাস ইসমাইল অ্যান্ড কোংয়ের মালিক ইসমাইল হোসেন বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত ইটভাটা ভেঙে দেওয়ার পর যে অবস্থায় ছিল তেমনি আছে। কোনো কাজ হচ্ছে না।
তবে মের্সাস এমএইচবি ব্রিকসের মালিক নাজিম উদ্দিন ঔদ্ধত্যের স্বরে বলেন, আমার ইটভাটা আমি চালাচ্ছি। তাছাড়া, পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অমান্য করিনি। তারা ইট তৈরি করতে নিষেধ করেনি।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের গাজীপুর অঞ্চলের উপ-পরিচালক সোনিয়া সুলতানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতাম না। সত্যতা পেলে ওই ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএস/এইচএ/