শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আবু নাসের বেগ বাংলানিউজকে জানান, সাভার গেন্ডা ও থানা স্ট্যান্ডের পাশে ইয়াম্মী ইয়াম্মী, লংঙ্কা, লন্ডয়াস নামে তিনটি খাবারের রেস্টুরেন্টকে ভেজাল ও বাসি খাবার সরবরাহ এবং পরিবেশনের দায়ে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে মালিকদের তিন মাসের জেল দেয়া হয়।
এছাড়াও কালার নামে একটি বিউটি পালারকে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার ও মজুদ রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এর মালিককে এক মাসের জেল দেয়া হয়েছে বলেও জানান (ইউএনও) আবু নাসের বেগ।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসআরএস/আরআই