ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
সাভারে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সাভার (ঢাকা): সাভারে অভিযান চালিয়ে তিনটি খাবারের রেস্টুরেন্টসহ একটি বিউটি পার্লারকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

আবু নাসের বেগ বাংলানিউজকে জানান, সাভার গেন্ডা ও থানা স্ট্যান্ডের পাশে ইয়াম্মী ইয়াম্মী, লংঙ্কা, লন্ডয়াস নামে তিনটি খাবারের রেস্টুরেন্টকে ভেজাল ও বাসি খাবার সরবরাহ এবং পরিবেশনের দায়ে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে মালিকদের তিন মাসের জেল দেয়া হয়।

এছাড়াও কালার নামে একটি বিউটি পালারকে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার ও মজুদ রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এর মালিককে এক মাসের জেল দেয়া হয়েছে বলেও জানান (ইউএনও) আবু নাসের বেগ।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।