শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মিলনায়তনে অনুষ্ঠিত বোর্ডের জেলা প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন বোর্ডের মহাপরিচালক মো. আব্দুল কাইম।
মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ও সমবায় সমিতি দেশের জিডিপিতে শতকরা দুই ভাগ অবদান রাখছে। পর্যায়ক্রমে সমবায়ীদের সক্ষমতা আরো বাড়ানো হবে। এ খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবর রহমান। আরও বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায়, আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক এম এ মতিন, বার্ডের মহাপরিচালক মো. মাসুদুর রহমান সফাদার প্রমুখ।
এর আগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) পরিচালনা বোর্ডের ৪৪তম সভায় মন্ত্রী সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমবিএইচ/এটি