ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অশুভ শক্তির রক্ত-চক্ষু দায়িত্ব পালনে বিরত রাখতে পারবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
অশুভ শক্তির রক্ত-চক্ষু দায়িত্ব পালনে বিরত রাখতে পারবে না অশুভ শক্তির রক্ত-চক্ষু দায়িত্ব পালনে বিরত রাখতে পারবে না-ছবি: বাংলানিউজ

যশোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘কোনো অশুভ শক্তির রক্ত-চক্ষু সাংবাদিকদের দায়িত্ব পালনে বিরত রাখতে পারবে না। সাংবাদিকরা নিরপেক্ষ হয়ে কাজ করছে। গণমাধ্যম উন্মুক্ত হলে গণতন্ত্র বিকশিত হবে।’

তিনি বলেন, ‘শহীদ সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ফলে আমরা শহীদ সাংবাদিকদের রক্তের সঙ্গে বেঈমানি করবো না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

সাংবাদিক হত্যার বিচার প্রসঙ্গে ইকবাল সোবহান চৌধুরী বলেন, যে কোনো হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সে দায়িত্ব পালনে সরকার পিছপা হবে না।

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক সমাজ সত্যের কথা বলে। নিরপেক্ষ হয়ে দলমতের ঊর্ধ্বে কাজ করে। সাংবাদিকরা নিরপেক্ষ থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ও অস‍াম্প্রদায়িকতার বিরুদ্ধে নিরপেক্ষতার সুযোগ নেই। জাতি যখন ঐক্যবদ্ধ থাকে, তখন তাদের কেউ দমিয়ে রাখতে পারে না। মহান মুক্তিযুদ্ধ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণ তার আরও একটি দৃষ্টান্ত।
 
ইকবাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে দৃষ্টান্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন। আইনের মাধ্যমে প্রথম কল্যাণ ট্রাস্ট গঠনের ফলে সাংবাদিক সমাজের কল্যাণ বয়ে আনবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি মনোতোষ বসুর সভাপতিত্বে ও জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দৌলা, জেইউজে সভাপতি সাজেদ রহমান, সচেতন নাগরিক কমিটির সভাপতি এম আর খায়রুল উমাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা, বর্তমান সহসভাপতি আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব সম্পাদক তৌহিদুর রহমান, যুগ্মসম্পাদক এইচ আর তুহিন, জেইউজে’র সাবেক সভাপতি রিমন খান, সাবেক কোষাধ্যক্ষ তবিবর রহমান, জেলা মহিলা পরিষদের সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য, জেলা রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি শ্রাবণী সুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ইউজি/আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।