ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
নীলফামারীতে পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারী জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নীলফামারী পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন।

নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, তার স্ত্রী নাহরিন আক্তার, রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, চৌধুরী মঞ্জুরুল কবীর, লালমনিহাট জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আলম, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, বিভিন্ন সরকারি দফতরের প্রধান, চেম্বারের সাবেক সভাপতি ও ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর ওয়াহেদ সরকার, পুলিশ লাইন একাডেমির অধ্যক্ষ প্রহলাদ চন্দ্র রায়, জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রশিদ মঞ্জু প্রমুখ।

বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় পুলিশ সদস্য, তাদের সন্তান এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আলতাফ হোসেন ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়া।

খেলাধ‍ুলা পরিচালনায় ছিলেন- জেলার ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে বাবুল আকতার, আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হোসেন ও বজলুর রশিদ, ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান, ডিআইও ওয়ান মোমিন, ওসি তদন্ত ও স্থানীয় পুলিশ লাইনের এসআই আনোয়ার হোসেন।

এছাড়া সন্ধ্যায় পুলিশ লাইন অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।