শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা র্যাব ১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার পাল্টি রাজাপুর গ্রামের বড় বাড়ির মো. আব্দুর রশিদের ছেলে মো. খোকন মিয়া (৩২), একই গ্রামের মো. ডালিম মিয়া (২৫) ও মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল উপজেলার ইছাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দু’টি পাটের বস্তা থেকে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/আরআই