ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাঠ্যপুস্তকে সাঁওতালি বর্ণমালা ব্যবহারের দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
পাঠ্যপুস্তকে সাঁওতালি বর্ণমালা ব্যবহারের দাবিতে মানববন্ধন পাঠ্যপুস্তকে সাঁওতালি বর্ণমালা ব্যবহারের দাবিতে মানববন্ধন-ছবি: বাংলানিউজ

দিনাজপুর: প্রাক প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে সাঁওতালি (রোমান) বর্ণমালা ব্যবহারের দাবিতে মানববন্ধন করেছেন সাঁওতাল সম্প্রদায়ের অধিবাসীরা। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

‘নর্দান আদিবাসী ছাত্র ঐক্যজোট বাংলাদেশ’সহ আরও তিনটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

ছাত্র নেতা আলবিনুশ টুডুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নর্দান ইনডিজিনাস স্টুডেন্টস ইউনিয়ন সভাপতি জন মুরমু, সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের (সামু) সভাপতি মিলন সরেন, সদস্য পল্লব কিস্কু, রিপন হাসদা, আদিবাসী পত্রিকা তাবিখা সংবাদের সম্পাদক স্টেফান সরেন, সাঁওতাল লেখক ফোরাম বাংলাদেশের সাংগঠনিক সংগঠনিক সম্পাদক প্রদীপ হেমরম, আদিবাসী নেতা মি. রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী মুক্তি মোর্চার সভাপতি মি. যোগেন্দ্রনাথ সরেন ও সাধারণ সম্পাদক জাকারিয়াস ডুমরি, সান্তাল গবেষক লগেন কিস্কু, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম সভাপতি মি. হিংগু মুরমু, সাঁওতাল সমন্বয় পরিষদের সভাপতি মি. কর্নেলিয়াস ও আউলিয়পুর প্রাথমিক মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোসেফ মুরমু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।