ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সাফারি পার্কে সংঘর্ষ, আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বঙ্গবন্ধু সাফারি পার্কে সংঘর্ষ, আহত ২০ বঙ্গবন্ধু সাফারি পার্কে সংঘর্ষ, আহত ২০-ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রবেশ করাকে কেন্দ্র করে ইজারাদার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও সাফারি পার্কের ইজারাদারদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইজারাদারদের মধ্যে আব্দুল লতিফ মন্ডল, কবির হোসেন, মোস্তফা কামাল ও সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী, শিক্ষার্থী ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের শিক্ষক ও পরিবারের সদস্যসহ প্রায় ১৮৫ জন শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পিকনিক করতে আসেন। পার্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা পার্কের ঢুকতে থাকেন। এ সময় কিছু শিক্ষার্থী তাদের পরিচয়পত্র দেখাতে পারেননি। তবে তারা লাইব্রেরি কার্ড, পে-স্লিপ দেখানোর পরও ইজারাদারের লোকজন তাদের ভেতরে ঢুকতে বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থী এস এম রিয়াদ বাংলানিউজকে জানান, ইজারাদারের লোকজন পার্কের গেট বন্ধ করে বহিরাগত লোকদের নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে এলোপতাড়ি মারপিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহাদ, ফাহাদ, এনসানুল হক মুকুল, রেজাউল আহসান রেজা, আমিনুল, রাহাদসহ ২০ শিক্ষার্থী আহত হয়েছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে।

পার্কের তত্ত্বাবধায়ক মো. সাহাবুদ্দিন বাংলানিউজকে জানান, পার্কের মূল গেটে ইজারাদার ও শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ টিকিট নিয়ে সংঘর্ষ লাগে। পরে বন বিভাগের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২১০৭/ আপডেট: ২১২০ ঘণ্টা
আরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।