শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দোয়ানী তিস্তা ব্যারাজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাব্বির উপজেলার বড়খাতা এলাকার বাবুল মিয়ার ছেলে ও লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি’র ভাইপো।
দোয়ানি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা ব্যারাজ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭ গ্রাম হেরোইনসহ সাব্বিরকে আটক করা হয়।
এর আগে ২০১৪ সালে সাব্বিরকে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ আটক করে পুলিশ। ওই মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে আবারও মাদক ব্যবসা শুরু করে সাব্বির।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সেলিম রেজা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এজি/আরআই