ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় শিশু সন্তানকে হত্যা পিতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বরুড়ায় শিশু সন্তানকে হত্যা পিতার

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় মুগুজী গ্রামের দাসপাড়া এলাকার পারিবারিক কলহের জেরে পাঁচ বছরের শিশু সন্তান ইব্রাহিমকে হত্যা করেছে পাষণ্ড পিতা সোহেল মিয়া।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে শিশু ইব্রাহিমের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে সোহেলের ঝগড়া হয়।

পরে সোহেলের স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরই জের ধরে রাতে শিশুপুত্র ইব্রাহিমকে হত্যা করে ধানক্ষেতে মাটিচাপা দেয় সোহেল।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বাংলানিউজকে জানান, সকালে সোহেল থানায় এসে অভিযোগ করেন যে রাত থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মাটি খুঁড়ে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।    

ইব্রাহিমের বাবা সোহেল নেশাগ্রস্ত বলে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর থেকে সোহেল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
   
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২১০৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।