ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সাকিবকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সাকিবকে সম্মাননা ইউএনও লীরা তরফদারের হাত থেকে ক্রেস্ট নিচ্ছেন নাজমুস সাকিব/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: সৌদি আরবের মক্কা নগরীর হেরেম শরীফে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নাজমুস সাকিবকে অভিনন্দন ক্রেস্ট দিয়েছেন স্থানীয় ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজ কার্যালয়ে তার হাতে ক্রেস্ট তুলে দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লীরা তরফদার।

এ সময় সাবেক এমএনএ অধ্যাপক আ ন ম নজরুল ইসলামসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএএএম/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।