এজন্য তারা নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের মস্তফাপুরে খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
নাছিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এজন্যই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে। শুধু নির্বাচন কমিশনই নয়, বিচার বিভাগ ও পুলিশ বিভাগকেও বিতর্কিত করতে চায় বিএনপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমরান লতিফ, শিক্ষক সমিতির সদর উপজেলার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরআইএস/এমজেএফ