ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি মানুষকে হত্যা করে নেগেটিভ রাজনীতি করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
বিএনপি মানুষকে হত্যা করে নেগেটিভ রাজনীতি করে মাদারীপুরের মস্তফাপুরে খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে/ ছবি: বাংলানিউজ

মাদারীপুর: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি মানুষ হত্যা করে ইতিবাচক রাজনীতির পরিবর্তে নেতিবাচক রাজনীতি করে।

এজন্য তারা নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুরের মস্তফাপুরে খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

নাছিম বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিবাদকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এজন্যই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন রয়েছে। শুধু নির্বাচন কমিশনই নয়, বিচার বিভাগ ও পুলিশ বিভাগকেও বিতর্কিত করতে চায় বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এমরান লতিফ, শিক্ষক সমিতির সদর উপজেলার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।