শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শিশুমেলা আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. মুশফিকুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শিশুদের ভালোবাসেন। এজন্যই তিনি শিশুদের বিষয়ে সব সময় গুরুত্ব দেন। লেখাপড়ার পাশাপাশি শিশুদের ক্রীড়া চর্চার সুযোগ দিতে হবে। ক্রীড়া চর্চা অব্যাহত থাকলে তারা মাদকের ভয়াল গ্রাস থেকে মুক্তি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণতি বিশ্বাস, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ, শিশুমেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ সামিয়া শারমীন হক, স্থানীয় আওয়ামী লীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবিরসহ অনেকেই।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আরএস/এএ