ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অপমান সইতে না পেরে জামাইয়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
অপমান সইতে না পেরে জামাইয়ের আত্মহত্যা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে শ্বশুরের অপমান সইতে না পেরে মাসুদুর রহমান মাসুদ (৩০) নামে এক জামাই বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেল চারটার দিকে কীটনাশক পান করে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।



মাসুদ পৌর এলাকার তেলকুপি মহল্লার শাহজাহান আলীর ছেলে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বকুল উদ্দিন আকাশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ভাই ইনছান আলী জানান, মাসুদের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরের সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় শনিবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান মাসুদ।

এ সময় শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে জামাইয়ের সঙ্গে না পাঠিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। মাসুদ বাড়ি এসে ক্ষোভে নিজঘরে বসে কীটনাশক পান করেন।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।


বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।