ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে হেরোইনসহ আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
লালমনিরহাটে হেরোইনসহ আটক ৮

লালমনিরহাট: লালমনিরহাটে আলাদা অভিযানে ১৩৫ পুরিয়া হেরোইনসহ আট মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের ফায়ার সার্ভিস রোড ও তালুক খুটামারা এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন লালমনিরহাট পৌরসভার কালিবাড়ি এলাকার সৈয়দ নুরনবীর ছেলে এসএম সুলতান মানিক (৪০), উত্তরা রোডের ফরহাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম পিঞ্জার (৩৩), কুড়াটারির নজরুল ইসলামের ছেলের আব্দুল কাদের (২৬), তালুক খুটামারা এলকার ফজলুল হকের ছেলে আশরাফুল আলম (২৮), ইসলামপুর শ্মশান কলোনি এলাকার আজিজুল হকের ছেলে নুর আলম (২০), মমেন আলীর ছেলে ইমান আলী (২০), কপিল উদ্দিনের ছেলে নুর মোহাম্মদ মিন্টু (২০) ও তেলীপাড়ার নুর ইসলামের ছেলে রানা ইসলাম (১৯)।



লালমনিরহাট গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফায়ার সার্ভিস রোডের লাশকাটা ঘরের পাশে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইনসহ চারজনকে এবং তালুক খুটামারা এলাকায় আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে ১০৫ পুরিয়া হেরোইনসহ আরও চারজনকে আটক করে ডিবি  পুলিশের দু’টি দল।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’টি মামলা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বিষয়টি জানান।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।