কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনূল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে রাড়ীপাড়া গ্রামে বড় ভাই নূর মোহাম্মদ ও ছোট ভাই নূর ইসলামের মধ্যে বিদ্যুতের মিটার নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই লাঠি দিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের লোকজন নূর ইসলামকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই নিহতের ছেলে মাহবুব আলম আকাশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ প্রধান আসামি নুর মোহাম্মদ, অন্য আসামি আতিয়ার রহমান ও হাসান মোল্লাকে গ্রেফতার করে।
বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭, আপডেট: ১২১০ ঘণ্টা
আরবি/বিএস