রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আসিফ ঢাকার শেওড়াপাড়া শামীম সরণি এলাকার আক্তার হামিদের ছেলে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে আসিফ মোটরসাইকেলে করে কালিয়াকৈর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরএস/আরআর/বিএস