ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকের ধাক্কায় আসিফ মাহমুদ স্বপন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

আসিফ ঢাকার শেওড়াপাড়া শামীম সরণি এলাকার আক্তার হামিদের ছেলে।

 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, সকালে আসিফ মোটরসাইকেলে করে কালিয়াকৈর থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
 
পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরএস/আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।