রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চোখের চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের উদ্ধোধন করেন ওই হাসপাতালের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার এ কে এম ফখরুল ইসলাম পেয়ারু।
এসময় ক্যাম্পে ছয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবায়দুল হক পাটোয়ারী, স্বেচ্চাসেবী ফ্রেন্ডশিপ সংগঠনের প্রতিনিধি মো. সালাহ উদ্দিন, চোখের বিশেষজ্ঞ ডা. মইনুল হোসেন ও হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম আসিফ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/