ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি পাবলিক কলেজ কর্তৃপক্ষের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
রাঙামাটি পাবলিক কলেজ কর্তৃপক্ষের মানববন্ধন রাঙামাটি পাবলিক কলেজ কর্তৃপক্ষের মানববন্ধন

রাঙামাটি: রাঙামাটি পাবলিক কলেজ ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মাবববন্ধন করেছে কলেজ কর্তৃপক্ষ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য দীপংকর তালুকদার, কলেজ পরিচালনা কমিটির সদস্য মণিরুজ্জামান মহসিন রানা, আবু সাদাৎ মো. সায়েম, সুশীল সমাজের এম জিসান বখতিয়ার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৪ সালের ২১ নভেম্বর কলেজের তিন একর ভূমিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে কলেজ ভবনের নির্মাণ কাজ শুরু হয়। কাজের ধীরগতির কারণে দীর্ঘদিন ধরে কলেজ ভবনের নির্মাণ কাজ শেষ হচ্ছে না। আর নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভাড়া ভবনে মাসিক ২০ হাজার টাকায় কলেজের কার্যক্রম চলছে। এতে অপর্যাপ্ত শ্রেণিকক্ষ, শ্রেণিকক্ষে শব্দ দূষণ, অপর্যাপ্ত আসন, কমনরুম ও পাঠাগারের সমস্যা তথা শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের অভাবের কারণে, কলেজে অধ্যয়নরত ৭১৮ জন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সুষ্ঠু সমাধানে অবিলম্বে কলেজ ভবনের কাজ দ্রুত শেষ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন বক্তারা।

মানববন্ধনে থেকে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।