ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্র্যাকের উদ্যোগে ১০ বছরে ১০ লাখ চশমা বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ব্র্যাকের উদ্যোগে ১০ বছরে ১০ লাখ চশমা বিতরণ ১০ লাখ চশমা: উজ্জ্বল হউক দৃষ্টি' শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠান

ঢাকা: বিগত ১০ বছরে বাংলাদেশে ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষদের মধ্যে ১০ লাখ ৮৪ হাজার চশমা স্বল্পমূল্যে বিতরণ করেছে ব্র্যাক। 

সারাদেশের ৬১টি জেলায় ৩৩ হাজার স্বাস্থ্যসেবিকার মাধ্যমে এ চশমা বিতরণ প্রকল্প পরিচারণা করে ব্র্যাক।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত '১০ লাখ চশমা: উজ্জ্বল হউক দৃষ্টি' শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্র্যাকের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডা. মুহাম্মদ মুসা বলেন, গত ১০ বছরে আমরা দেশের ৬১টি জেলায় ৪৬ লাখ ৮৭ হাজার ৬৩৯ জনকে চক্ষু সেবার আওতায় এনেছি। এরমধ্যে ৩০ লাখ ৭৬ হাজার জনই ক্ষীণদৃষ্টি সম্পন্ন চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্য থেকে ১০ লাখের ওপর মানুষকে আমরা স্বল্পমূল্যে চশমা দিয়েছি।

ভিশন স্প্রিং এর প্রতিষ্ঠাতা ডা.জর্দান ক্যাসালো বলেন, ব্র্যাক টিমকে ধন্যবাদ দিতে চাই। তাদের ১০ বছরের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই প্রকল্পে সফল হয়েছি। ভিশন স্প্রিং সব সময় বাংলাদেশের ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য কাজ করে যাবে। আমাদের এই ১০ বছরের সফলতার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা আরও ভালো কিছু করব ক্ষীণদৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য।

সংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এইচ এম এনায়েত হোসেন বলেন, ব্র্যাকের এই সফলতা বাংলাদেশের মানুষের জন্য বিশাল এক অর্জন। তবে, ব্র্যাকের এই সেবামূলক কাজের তথ্য সরকারের সঙ্গে আদান-প্রদান করা উচিৎ। তাহলে ব্র্যাকের এই সেবামূলক কাজের আরও বেশি প্রভাব পড়বে মানুষের ওপর।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্র্যাকের ভাইস চেয়ারপার্সন আহমেদ মোশতাক, ন্যাশনাল আই কেয়ার এর লাইন ডিরেক্টর প্রফেসর ডা. গোলাম মোস্তফা ও ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. কাওসার আফসানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।