ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘নির্দিষ্ট ক্যাম্পাসে না থাকলে আইন অনুসারে ব্যবস্থা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
‘নির্দিষ্ট ক্যাম্পাসে না থাকলে আইন অনুসারে ব্যবস্থা’ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৮তম সমাবর্তন

ঢাকা: ‘কিছু  বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিভিন্ন স্থান থেকে পরিচালিত হচ্ছে। এখনও তারা মূল ক্যাম্পাসে যেতে পারেনি। যে সকল বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে’।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ১৮তম সমাবর্তনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রধান ‍অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কোনো পার্থক্য করি না।

সবাই আমাদের সন্তান, জাতির ভবিষ্যৎ। সবার জন্য আমাদের মানসম্মত শিক্ষা এবং সকল ধরনের সুযোগ নিশ্চিত করতে হবে’।
 
নাহিদ বলেন, ‘আমরা বেসরকারি বিশ্বাবিদ্যালয়গুলোকে অনুরোধ জানাই, তারা যেন জনগণের সার্বিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি একটা সীমার মধ্যে রাখে’।
 
তিনি বলেন, ‘দেশ যখন উন্নয়নের ধারায় অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতাবিরোধীরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মেধাবী শিক্ষ‍ার্থীদের জঙ্গিবাদের সঙ্গে জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের কুপ্ররোচনায় বেশ কিছু মেধাবী শিক্ষার্থী বিপথগামী হয়েছেন। আমি আশা করবো, শিক্ষকেরা তাদের শিক্ষার্থীদের কাছে ভুল ব্যাখ্যাকারীদের রূপ তুলে ধরবেন’।

সমাবর্তনে বক্তব্য দেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, বাংলাদেশ মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, আইইউবি’র বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রাশেদ চৌধুরী, উপাচার্য অধ্যাপক এম. ওমর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
কেজেড/আরআর/এএসআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।