ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লা নগরীর পার্ক-চিড়িয়াখানা থেকে ৫৬ কিশোর-কিশোরী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
কুমিল্লা নগরীর পার্ক-চিড়িয়াখানা থেকে ৫৬ কিশোর-কিশোরী আটক

কুমিল্লা: কুমিল্লা নগরীর বিনোদন পার্ক ও চিড়িয়াখানা থেকে ৫৬ জন কিশোর-কিশোরীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম বাংলানিউজকে জানান, স্কুল-কলেজ ফাঁকি দিয়ে কিশোর-কিশোরীরা পার্ক ও চিড়িয়াখানায় অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত থাকে।

সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব কিশোর-কিশোরীকে আটক করা হয়।

পরে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে সর্তক করে ছেড়ে দেওয়া হয় বলেও জানান ডিবির ওসি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।